• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬
চেন্নাই টেস্ট

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে বিপদে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৪:৫৮ পিএম
বাংলাদেশকে ফলোঅন না করিয়ে বিপদে ভারত
ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট পান তাসকিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও স্বাগতিক ভারত এখন চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়। ২২৭ রানে এগিয়ে থাকে ভারত। কিন্তু বড় রানের ব্যবধানে জয় পাওয়ার আশায় ভারত বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে পড়ে।   তবে বাংলাদেশের সেই ক্ষরধার পেস আক্রমণে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মারাত্মক বিপদের মুখোমুখি হয় ভারতীয় দলটি। ৬৭ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে বসে ভারত। দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা (৫) ও যজশ্বী জসওয়াল (১০) এবং বিরাট কোহলি (১৭) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। জসওয়াল প্রথম ইনিংসে ৫৬ রান করলেও রোহিত মাত্র ৬ রান করেছিলেন। প্রথম ইনিংসে ভালো স্কোর করতে পারেননি কোহলিও(৬)। উইকেট তিনটি নেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ। এদিকে, প্রথম ইনিংসে বাংলাদেশ দলের রান একশ‍‍‍‍` হতো কিনা সন্দেহ। প্রথম সারির সব ব্যাটারই ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসান এবং একেবারে লোয়ারঅর্ডার ব্যাটাররা দুরদর্শিতার সাথে ব্যাট করে দেড়শ‍‍`র মতো স্কোর করতে সমর্থ হয়। সাকিব সর্বোচ্চ ৩২ ও মিরাজ ২৭ রান করেন। 

Link copied!