৯১ বছরে দেশের মাটিতে ১৬ বার টেস্ট সিরিজ হেরেছে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০২:৪৫ পিএম
৯১ বছরে দেশের মাটিতে ১৬ বার টেস্ট সিরিজ হেরেছে ভারত
পুরো সিরিজেই ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ভারত তাদের ক্রিকেট ইতিহাসে এরআগে একবারই নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারে সেবার ভারত। দীর্ঘ ২৪ বছরে পর ফের তারা হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ডর বিপক্ষে।  

মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ডকে। এই লক্ষ্য তাড়ায় ভারত শেষ পর্যন্ত মাত্র ১২১ রানে অলআউট হয় এবং ম্যাচ হারে ২৫ রানে। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এরআগে প্রথম টেস্টে ৮ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ১১৩ রানে পরাজিত হয় স্বাগতিকরা।

২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়াংখেড়েতে প্রথম টেস্টে ৪ উইকেটে এবং বেঙ্গুলুরুতে দ্বিতীয় ও শেষ টেস্টে এক ইনিংস ও ৭১ রানে পরাজিত হয়েছিল ভারত।

ভারত মাত্র দুই বার নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হলেও ৯১ বছরে সিরিজ হেরেছে  মোট ১৬ বার।

এবারের আগে, ১৯৩৩-৩৪ সালে ইংল্যান্ডের কাছে ০-১, ১৯৪৮-৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-১, ১৯৫৬-৫৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-২, ১৯৫৮-৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-৩, ১৯৫৯-৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২, ১৯৬৬-৬৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ০-২, ১৯৬৯-৭০ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-৩, ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-৩, ১৯৭৬-৭৭ সালে ইংল্যান্ডের কাছে ১-৩, ১৯৮৩-৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-৩, ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ডের কাছে ১-২, ১৯৮৬-৮৭ সালে পাকিস্তানের সঙ্গে ০-১, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২, ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-২, ২০১২-১৩ সালে ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হারে ভারত নিজেদের মাটিতে।  

মোট ১৬ বার নিজেদের মাটিতে সিরিজ হারলেও ৫৪ বার সিরিজ জিতেছে ভারত স্বাগতিক হিসেবে ।

 

 

Link copied!