• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জোড়া ধাক্কার পরে ঘুরে দাঁড়িয়েছে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৯:৩২ পিএম
জোড়া ধাক্কার পরে ঘুরে দাঁড়িয়েছে ভারত

বলতে গেলে আজকের ম্যাচটি ভারতের জন্য ফাইনালের আগে ফাইনাল। সোমবার (মঙ্গলবার) হারলে বিদায় বলতে গেলে নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। সম্ভাবনা যা থাকবে তা শুধু কাগজে কলমেই।

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি ভারতের। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

শানাকার এই সিদ্ধান্ত এখন পর্যন্ত যথার্থ প্রমাণ করে চলেছেন লঙ্কান বোলাররা। ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়েছেন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি। পরের ওভারেই বিরাট কোহলি ফিরেছেন শূন্য রানে।

ঠিক তখনই দলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন রোহিত। সূর্যকুমার যাদবকে নিয়ে লম্বা ইনিংস খেলেছেন তিনি। ব্যক্তিগত ৭২ রানে ফিরেন রোহিত। এর পর জাদব ফিরেন ৩৪ রানে । তখন দলীয় রান দাঁড়িয়েছে ১৪.২ বলে ১১৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। হার্দিক ৫ আর পান্ত ১২ রানে অপরাজিত আছেন।

ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দিপক হুদা, হার্ডিক পান্ডিয়া, রবিশচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও অর্শদ্বীপ সিং।

শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস, পাথুন নিশাঙ্কা, চারিথা আশালঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুসকা।

Link copied!