• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজে সমতা প্রোটিয়াদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:৪০ এএম
ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজে সমতা প্রোটিয়াদের
জয়ের পর দুই অপরাজিত ব্যাটার স্টাবস ও কোয়েটজে। ছবি: সংগৃহীত

সান্জু স্যামসনের দারুণ এক সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যায় সফরকারী ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের সেই নৈপূন্য চোখে পড়লো না। 

রোববার রাতে জিকেবার্থা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রোটিয়া দল ৩ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ শেষ করলো সমতার মধ্য দিয়ে। 

প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে। 

দক্ষিণ আফ্রিকার স্টাবস ৪১ বলে অপরাজিত ৪৭ রান করে ম্যাচসেরা হন। এছাড়া, রেজা হেনড্রিকস ২৫, কোয়েটজে অপরাজিত ১৯ রান করেন। 

ভারতের বরুণ চক্রবর্তী ৫টি উইকেট লাভ করেন। 

ভারতের ইনিংসে হার্দিক পাণ্ডিয়া ৩৯, অক্ষর প্যাটেল ২৭ ও তিলক ভার্মা ২০ রান করেন। 

আগামী বুধবার তৃতীয় ও শুক্রবার চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!