সূচী অনুযায়ী এশিয়া কাপের আসন্ন আসর মাঠে গড়ানোর কথা পাকিস্তানে। তবে ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এরপর থেকেই দুই দেশের মধ্যে কথার লড়াই চলছে। যেখানে অংশ নিচ্ছেন বোর্ড কর্তারা থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।
এবার এশিয়া কাপ খেলতে না যেতে চাওয়ার ভারতের উপর চূড়ান্ত ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
ভারত পাকিস্তানে খেলতে না গেলে কিছু যায় আসবে না বলে মনে করেন জাভেদ। এ সময় ভারতকে জাহান্নামেও যেতে বলেন তিনি।
জাভেদ বলেন, “ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নামে যেতে পারে। তাতে আমাদের কিছু যায় আসে না।”
জাভেদ আরও দাবি করেন, নিরাপত্তাটা আসলে অজুহাত মাত্র। শুধু হেরে যাওয়ার ভয়েই পাকিস্তান যেতে চায় না ভারত।
এর আগে এশিয়া কাপ নিয়ে ভারতকে প্রচ্ছন হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তান না গেলে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না।
সম্প্রতি বাহরানে এশিয়া কাপের ভাগ্য নিয়ে আলোচনায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সেখানে ভারত ও পাকিস্তান একে অপরকে কথা শোনালেও কোনো সমাধান আসেনি।
মূলত নিজ দেশের সরকারের অনুমতি না মেলায় পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে পারছে না ভারত। এজন্য বিকল্প হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের দাবি জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব ও এসিসি সভাপতি জয় শাহ।