নিউজিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ রানে অলআউট করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আর নিজেরা ৬ উইকেটে ১৪০ রান তুলে ৪ উইকেটে জয়লাভ করেছিল। ডাম্বুলার সেই খেলা দ্বিতীয় ও শেষ ম্যাচে দেখা গেল না লঙ্কানদের।
রোববার রাতে ডাম্বুলাতেই কিউইদের মাত্র ১০৮ রানে অলআউট করেও হেরে গেছে শ্রীলঙ্কা দল। এবার শ্রীলঙ্কা চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৩ রানে অলআউট হয়।
লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ড মাত্র ৫ রানে জয়ী হয় এবং সিরিজটির নিষ্পত্তি ঘটে ১-১ ব্যবধানে।
নিউজিল্যান্ডের উইল ইয়ং ৩০, ক্লার্কসন ২৪ ও সান্টনার ১৯ রান করেন। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৪টি ও পাথিরানা ৩টি উইকেট লাভ করেন।
শ্রীলঙ্কার ইনিংসে পাথুম নিশাঙ্কা ৫২ ও রাজাপাকসে ১৫ রান করেন।
নিউজিল্যান্ডের ফারগুসন ও ফিলিপস ৩টি করে এবং ব্রেসওয়েল ২টি উইকেট পান। ফারগুসন ম্যাচসেরা নির্বাচিত হন।
দুই দলের মধ্যে এখন তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর ডাম্বুলাতেই প্রথম এবং ১৭ ও ১৯ নভেম্বর পাল্লেকেলেতে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।