• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দ. আফ্রিকাকে হারিয়ে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ১২:০৬ এএম
দ. আফ্রিকাকে হারিয়ে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা
বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সতের বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার নবম বিশ্বকাপের শিরোপা লাভ করলো ভারত রুদ্ধশ্বাস এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে মাত্র ৭ রানে পরাজিত করে। ব্রিজটাউনে শনিবার রাতের এই ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ১৭৬ রান করে। জবাবে ৮ উইকেটে ১৬৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের সবচেয়ে জনপ্রিয় ও দামী তারকা বিরাট কোহলির ৭৬ রানের অনবদ্য এক হাফ সেঞ্চুরি ভারতের বড় স্কোর গড়তে সহায়তা করে। অসাধারণ ধৈর্য সহকারে দলের খুব বাজে অবস্থায় ম্যাচসেরা কোহলি মূল্যবান হাফ সেঞ্চুরিটি করেন ২টি ছক্কা ও ৬টি বাউন্ডারির সাহায্যে। দলের পক্ষে অক্ষর প্যাটেল ৪৭ ও শিভাম দুবে ২৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার নরকিয়া ও মাহারাজ ২টি করে উইকেট পান। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ক্লাসেন ৫২, ডি কক ৩১ রান করেন। ভারতের পাণ্ডিয়া ৩টি এবং বুমরাহ ও অর্শদীপ ২টি করে উইকেট লাভ করেন। ভারতের বুমরাহ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভারত, ২০১৪ সালেও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে সেবার ভারত রানার্সআপ হয়েছিল ফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে।

Link copied!