• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬
টি-টোয়েন্টি সিরিজ

দ. আফ্রিকাকে ১১ রানে হারিয়ে ফের এগিয়ে গেল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৫ এএম
দ. আফ্রিকাকে ১১ রানে হারিয়ে ফের এগিয়ে গেল ভারত
দক্ষিণ আফ্রিকার উইকেট পতনে ভারতীয় ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

এগিয়ে যাওয়ার লড়াইয়ে সফল হলো ভারত। সেঞ্চুরিয়ানে বুধবার রাতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১১ রানে জিতে শেষ হাসি হাসে ভারতীয় দল। 

ম্যাচে তিলক ভার্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে ২১৯ রান করে। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে। ভার্মা মাত্র ৫৬ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান করেন। আভিষেক শর্মা ২৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার সিমলেন ও মাহারেজ  নেন ২টি করে উইকেট। 

দক্ষিণ আফ্রিকার জানসেন ৫৪ ও ক্লাসেন ৩১ রান করেন। ভারতের অর্শদীপ ৩টি ও বরুণ চক্রবর্তী ২টি উইকেট পান। ভার্মা ম্যাচসেরা হন। 

এরআগে, দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ৬১ রানে হারিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যায় সফরকারী ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে জিতে ফের এগিয়ে গেল ভারত। 

আগামীকাল শুক্রবার রাতে চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!