• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইলো ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৭:২৬ পিএম
পাকিস্তানকে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইলো ভারত
পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ছবি : সংগৃহীত

চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে উঠার দৌড়ে টিকে রইলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। রোববার দুবাইয়ের এই ম্যাচে পাকিস্তানের ৮ উইকেটে ১০৫ রানের জবাবে ভারত করেছে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১০৬ রান।

১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শেফালি ভর্মার ৩২ ও জেমিমাহ রদ্রিগেজের ২৩ রানে বেশ এগিয়ে যায় ভারত। এরপর অধিনায়ক হরমনপ্রীত কউর দলকে প্রায় একাই টেনে নেন ভারতকে। তবে ২৪ বলে ২৯ রান করার পর তিনি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।

পাকিস্তানের ফাতিমা সানা ২টি উইকেট লাভ করেন।

এ দু’দলের ম্যাচের উত্তাপ ২২ গজকে ছাপিয়ে যায় দু’দেশের সীমান্তেও। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

পাকিস্তানের পক্ষে নিদা দার ২৮, মুনিবা আলী ১৭, ফাতিমা সানা ১৩ ও সৈয়দা আরব অপরাজিত ১৪ রান করেন।

ভারতের বোলারদের মধ্যে অরুণদূতি রেড্ডি ৩টি এবং শ্রীয়াঙ্কা পাতিল ২টি উইকেট লাভ করেন।

এই ম্যাচটি পাকিস্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। ভারতের কাছে এটা ছিল টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত ভারত জিতে টিকে রইলো। তবে ২০২০ টুর্নামেন্টের ফাইনালিস্ট ভারত বড় ব্যবধানে না জেতায় পরের দুটি ম্যাচ তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল।

 

Link copied!