বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে ভারতের জন্য। অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ টেস্টে শোচনীয় হার চাপে ফেলে দিল ভারতীয় দলকে।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ এখন আরও কঠিন হল রোহিত শর্মাদের জন্য। মেলবোর্নে হারের ফলে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেলেন তারা।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। ১১টি টেস্ট খেলে তাদের সাতটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়। দক্ষিণ আফ্রিকাকে টপকে যাওয়া আর কোনও দলের পক্ষে সম্ভব নয়। তাই তাদের ফাইনাল খেলা নিশ্চিত।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানে রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ৯টি, পরাজয় ৭টি এবং ড্র ২টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ ও ব্রিসবেন টেস্টের আগে ছিল ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে এবং প্রথম দু’দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।
পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। টম লাথামের দল ১৪টি টেস্ট খেলে জয় পেয়েছে সাতটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৮১। শতাংশের হিসাবে ৪৮.২১। তালিকায় পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। তারা ১১টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫। ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। বেন স্টোকসরা ২২টি টেস্ট খেলে ১১টি জিতেছেন, ১০টি হেরেছেন, একটি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২৬৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৪৩.১৮।
দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের হারের ফলে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তারা ১২টি টেস্ট খেলে জয় পেয়েছে চারটি ম্যাচে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সংগ্রহ ৪৫। শতাংশের হিসাবে ৩১.২৫।
অষ্টম স্থানে নেমে গিয়েছে শান মাসুদের দল। তারা ১০টি ম্যাচ খেলে চারটি জিতেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। শতাংশের হিসাবে ৩০.৩০। পয়েন্ট তালিকায় শেষে ওয়েস্ট ইন্ডিজ়। নবম স্থানে থাকা ক্যারিবিয়ানরা ১১টি টেস্ট খেলে ২টি জিতেছেন, ৭টি হেরেছেন এবং ২টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২। শতাংশের হিসাবে ২৪.২৪।