• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫
নারী এশিয়া কাপ

বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৫:০৩ পিএম
বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

নারী এশিয়া কাপের সেমি ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কার ডাম্বুলায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮০ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ৬০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলেন হারমনপ্রিত কাউররা।

বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকনে দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। এই দুইজন ৬৬ বলে ৮৩ রানের জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন।

স্মৃতি মান্দানা ১ ছক্কা ও ৯ চারে সাজিয়ে ৩৯ বলে অপরাজিত ৫৫* রান করেন। এ ছাড়া শেফালি ভার্মা অপরাজিত থাকেন ২৬ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। এই দুই ব্যাটার ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও রাধা যাদব। 

Link copied!