• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
সিডনি টেস্ট

ভারতকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০১:১৭ পিএম
ভারতকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
ট্রফি নিয়ে উল্লাস অস্ট্রেলিয়া দলের। ছবি: সংগৃহীত

অনেক হিসেবের টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। আর ভারত জিতলে ফাইনালে উঠার সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া জিতলে বোর্ডার- গাভাস্কার ট্রফি লাভ করবে তারা। আর ভারত জয়ী হলে সিরিজ রক্ষা করতে পারবে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি ভারত। মাত্র তিন দিনেই শেষ হয় পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি। 

অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়লাভ করে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো। কাঙ্খিত সিডনি টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৮৫ ও অস্ট্রেলিয়া ১৮১ রান করে। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায়। রোববার তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৬২ রান করে জয় পেয়ে যায়। 

বিজয়ী দলের বোল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে ভারতীয় দলের ধস নামান। কামিন্স পান ৩টি উইকেট। 

ভারতের রিশভ পান্ত ৬১ রান করেন। আর কেউ ঠিকমতো ব্যাট হাতে ক্রিজে দাঁড়াতে পারেননি। 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে খাজা ৪৪, ওয়েবস্টার অপরাজিত ৩৯, ট্রাভিস হেড অপরাজিত ৩৪ এবং কনস্টাস ২২ রান করেন। 

ভারতের কৃষ্ণা ৩টি উইকেট লাভ করেন। 

দুই ইনিংসে মোট ১০টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন বোল্যান্ড। আর সিরিজসেরা হন ভারতের অধিনায়ক বুমরাহ। তিনি পুরো সিরিজে মোট ৪২টি উইকেট নিয়েছেন। 

Link copied!