• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬
চেন্নাইয়ের উল্টো চিত্র কানপুরে

দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে মুখ খুলছে না ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:০০ পিএম
দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে মুখ খুলছে না ভারত
কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার কানপুর স্টেডিয়ামের পিচ দেখতে আসেন। ছবি : সংগৃহীত

প্রথম টেস্টে ভারত ২৮০ রানে বাংলাদেশকে পরাজিত করে। চেন্নাইয়ের ঐ টেস্ট শুরুরে আগের দিনই স্বাগতিক ভারত তাদের একাদশ প্রায় জানিয়েই দিয়েছিলেন কোচ গৌতম গম্ভরি। কিন্তু কানপুর টেস্টের আগের দিন ভারত একাদশ নিয়ে নিরব রয়েছে। 

দ্বিতীয় টেস্ট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে  ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়ে দিলেন, শুক্রবার পিচ ও আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেবেন তারা।

কানপুরে কালো মাটির পিচ করা হয়েছে। আপাতত দু’টি পিচ তৈরি রাখা হয়েছে। তার মধ্যেই একটি পিচে খেলা হবে। বৃহস্পতিবার মাঠে গিয়ে দু’টি পিচই ভাল করে খতিয়ে দেখেছেন গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। তারা সংবাদ সম্মেলনে আসেননি, ছিলেন নায়ার।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না কোন পিচে খেলা হবে। দুটো পিচই ভাল দেখাচ্ছে। কানপুরে বরাবরই পিচ ভাল হয়। যদিও পিচে কতটা বল লাফাবে তা এখনও জানি না।’

সেই কারণে প্রথম একাদশ নির্বাচনে তাড়াহুড়ো করতে চাইছে না ভারত। নায়ার বলেন, ‘যা পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে প্রথম একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সে সব দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি নায়ার। তার মতে, ঘরোয়া স্তর থেকেই ক্রিকেটারেরা ফিটনেস নিয়ে সচেতন। তার জন্য সাবেক অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেছেন নায়ার। তিনি বলেন, ‘বিরাট যে দিন থেকে ভারতের অধিনায়ক হয়েছে সে দিন থেকে দলের ফিটনেস বদলে গিয়েছে। প্রতি দিন তা আরও ভাল হচ্ছে। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালেও দেখা যায়, এখনকার ক্রিকেটারেরা কতটা ফিট।’

ভারতের টেস্ট দলে কোনও সহ-অধিনায়ক নেই। তার কারণ ব্যাখ্যা করেছেন নায়ার। তিনি বলেন, ‘দলে অনেক অধিনায়ক রয়েছে। বিরাট, রাহুল, বুমরারা রয়েছে। ওদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পায় রোহিত। তাই আলাদা করে কোনও সহ-অধিনায়ক আমরা রাখিনি।’

Link copied!