• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সহজ জয়ে সুপার সিক্সে শ্রীলঙ্কা ও ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:০৬ পিএম
সহজ জয়ে সুপার সিক্সে শ্রীলঙ্কা ও ভারত
ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনে লঙ্কান নারীদের উল্লাস। ছবি : সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৮১ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। একই দিনে গ্রুপের অপর ম্যাচে ভারত স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ৩১ রানে অলআউট হরে ১০ উইকেটের জয় পায়।

টানা দু’টি করে জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। এখন তাদের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আর ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়ার সামনে তৃতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করার লড়াই।

মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের এই ম্যাচে শ্রীলঙ্কার ৫ উইকেটে ১৬৬ রানের জবাবে ক্যারিবিয়ান নারীরা মাত্র ৮৫ রানে গুটিয়ে যায়।

ভারত তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দিয়ে জয় পেয়েছিল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে আরও কম রানে গুটিয়ে দেয়।  বল হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন বৈষ্ণবী শর্মা ও আয়ুশি শুক্লা। শর্মা ৫ রানে ৫ উইকেট পেয়ে ম্যাচসেরা হন।  

মালয়েশিয়ার বিরুদ্ধে টস জিতে ভারত ব্যাট করার আমন্ত্রণ জানায় মালয়েশিয়াকে। মালয়েশিয়া ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে। শেষমেশ ১৪.৩ ওভারে তারা অলআউট হয়ে যায় মাত্র ৩১ রানে। চলতি টুর্নামেন্টে এটা সবচেয়ে কম দলীয় রান। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি মালয়েশিয়ার কোনও ব্যাটার। 

Link copied!