চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বন্দ্বের খবর সকলেরই জানা। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডের আসরটি। ঐ আসরের ভারত ও পাকিস্তানের ম্যাচ ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী। কিন্তু তার আগেই এই দুই দেশ আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে। সেটা প্রতিবন্ধীদের চ্যাম্পিয়ন্স ট্রফি।
শ্রীলঙ্কা এর আয়োজক। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে চার দেশের এই টুর্নামেন্ট। প্রতিবন্ধী ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দুটি দেশ হলো ইংল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কা।
ডাবল লিগ পদ্ধতিতে হবে আসরটি। ১২ জানুয়ারি পাকিস্তান ও ভারতের প্রথম ম্যাচ। ১৬ জানুয়ারি ফের লড়াই হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। যদি ফাইনালে উঠে ভারত ও পাকিস্তান, তাহলে তৃতীয় বার মুখোমুখি হবে একই আসরে। সবগুলো ম্যাচই হবে কলম্বোয়।