• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপের ফাইনালে ভারত-বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৬:৪৯ পিএম
এশিয়া কাপের ফাইনালে ভারত-বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এদিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার আরেক সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে যায়। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালের টিকিট পায় ভারত।

বুধবার (২১ জুন) হংকংয়ে সাড়ে ১১টায় ভারতের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল গতকাল। তবে বাধা দেয় বৃষ্টি। গত কাল আবহাওয়ার কারণে ভেসে যায় ম্যাচ। বৃষ্টির কারণে রিজার্ভ ডে‍‍`তে গড়ায় ম্যাচ। এদিনও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত হয় খেলা হবে ৯ ওভারের।

বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে মাত্র ৫৯ রান! তবে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে নির্ধারিত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানেই থামতে হয় পাক নারীদের। বাংলাদেশ জয় পায় ৬ রানে।

প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা আদায় করতে পারেনি টাইগ্রেসরা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার সর্বোচ্চ ২১ রান করেন। রাবেয়া খাতুন অপরাজিত থাকেন ১০ রানে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৩টি, আনোশা নাসির ২টি ও তুবা হাসান ১টি উইকেট শিকার করেন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ টাইট বোলিং করে। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। তবে সানজিদা আক্তার মেঘলার বোলিং নৈপুণ্যে মাত্র ৫ রান নিতে পারে তারা। ফলাফল বাংলাদেশের হয় ৬ রানে।

Link copied!