সোমবার সকাল থেকে বার বার খেলা বন্ধ করতে হচ্ছে বৃষ্টির কারণে। ক্রিজ়ে থিতু হওয়ার সময়টাও পাচ্ছেন না ভারতীয় ব্যাটারেরা। কয়েক বল খেলার পরেই বৃষ্টির জন্য উঠে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাত্র ৩৩ ওভার খেলা হলো তাতে মাত্র ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্রিসবেন টেস্টে চাপের মুখে পড়েছে সফরকারী ভারত। এরআগে অস্ট্রেলিয়া ৪৪৫ রান করে প্রথম ইনিংসে। ফলে ভারত এখন ৩৯৪ রানে পিছিয়ে ফলোঅনে পড়ার আশঙ্কায় রয়েছে।
পার্থে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়লাভ করে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটের সহজ ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার- গাভাস্কার সিরিজে সমতা আনে ফলে ব্রিসবেনে যারা জয়ীয় হবে, তারাই সিরিজে এগিয়ে যাবে।
কপাল সহায় বলে মনে হচ্ছে ভারতের। বৃষ্টির কারণে এই টেস্ট ড্র হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আবারও অজি বোলাররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারতের ব্যাটিং দুর্দশার ছবিটা। সোমবার তৃতীয় দিনে অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হন বিরাট কোহলি (৩)। মিচেল স্টার্কের বলে পরাস্ত হন যশস্বী জসওয়াল (৪)। ব্যাট হাতে ব্যর্থ শুভমন গিল (১) ও রিশভ পান্তও (৯)। স্টার্ক ২টি এবং হ্যাজেলউড ও অধিনায়ক পিট কামিন্স ১টি করে উইকেট লাভ করেন।
গাব্বায় বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা নাম মাত্রই সম্ভব হয়েছিল। তবে দ্বিতীয় দিন ট্র্যাভিস হেড (১৫২) এবং স্টিভ স্মিথের (১০১) দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বল হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল জসপ্রীত বুমরাহের। তিনি ৭৬ রান দিয়ে ৬ উইকেট নেন।