• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

৩৮৩ বলে অবিশ্বাস্য ৩৭৯ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০১:০৬ পিএম
৩৮৩ বলে অবিশ্বাস্য ৩৭৯ রান

ভারতীয় দলে পৃথ্বী শ নেই বহুদিন। তবে তিনি যে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন প্রমাণ রাখলেন রঞ্জি ট্রফিতে। রঞ্জি ট্রফিতে ৩৮৩ বলে অবিশ্বাস্য ৩৭৯ রান করেছেন এই ভারতীয় তারকা।

বুধবার শ রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেছেন। মঙ্গলবার ২৪০ রান করে দিনের শেষ করেন। তিনি আসামের বিপক্ষে মুম্বাইয়ের গ্রুপ ‍‍`বি‍‍` ম্যাচের দ্বিতীয় দিন আউট হওয়ার আগে ৯৯ বলে আরও ১৩৯ রান যোগ করেন।

দ্বিতীয় দিনের খেলার পর শ বলেন, "সত্যিই খুব ভালো লাগছে। আমি এই ইনিংস ৪০০তে নিয়ে যেতে পারতাম। আমি মনে করি আমি সত্যিই ভালো ব্যাটিং করছিলাম।"

তিনি আরও বলেন, "যারা আমার মন্দ সময়ে আমার সাথে থাকে না, আমি তাদের সম্পর্কে সত্যিই চিন্তা করি না। শুধু তাদের উপেক্ষা করে এগিয়ে যেতে চাই। এটাই সেরা নীতি।"

রঞ্জি ট্রফিতে ইনিংসে ৩৫০ রান পেরিয়ে যাওয়া ব্যাটারদের মধ্যে শ ছাড়াও আছেন স্বপ্নীল গুগালে (৩৫১*), চেতেশ্বর পূজারা (৩৫২), ভিভিএস লক্ষ্মণ (৩৫৩), সমিত গোহেল (৩৫৯*), বিজয় মার্চেন্ট (৩৫৯*), এমভি শ্রীধর (৩৬৬) এবং সঞ্জয় মাঞ্জরেকর (৩৭৭)।

একসময় মনে হয়েছিল শ ৪০০ রানও পেরিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাসী। তবে লাঞ্চের আগে শেষ ওভারে রিয়ান পরাগের কাছে তিনি এলবিডব্লিউ হয়ে বিদায় নিয়েছিলেন।

ভারতের প্রথম শ্রেণি ক্রিকেটে ভাউসাহেব নিম্বালকার সর্বোচ্চ রান করেছেন। ১৯৪৮ সালের ডিসেম্বরে কাথিয়াওয়ারের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩* রান করেছিলেন তিনি। রঞ্জি ট্রফির সর্বোচ্চ স্কোর এবং ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ প্রথম শ্রেণির স্কোরের রেকর্ডটি ধরে রেখেছেন তিনি। শ অবশ্য এখন দুই তালিকাতেই ২ নম্বরে উঠে এসেছেন।

Link copied!