• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইমরানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:২৬ পিএম
এশিয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইমরানুর

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন- এটা কেবল স্বপ্নেই দেখা সম্ভব ছিল। কিন্তু এবার সেই অবিশ্বাস্য ব্যাপারটার বাস্তবে রূপ দিলেন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কাজাখস্তানের আস্তানায়। এই আয়োজনে ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠ  স্প্রিন্টার হয়েছেন ইমরানুর। স্বর্ণ জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। সে সঙ্গে গড়েছেন রেকর্ডও।

এই ইভেন্টে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন ইমরানুর। সেমিফাইনালেই নিজের সেরা টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ড। মাত্র দুই ঘন্টার ব্যবধানে ফাইনালে এসে ভাঙলেন  নিজের রেকর্ড। ভীনদেশের ইভেন্টে উড়ল লাল-সবুজের পতাকা।

এবার এই ইভেন্টে এশিয়ান র‍্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন ইমরানুর। বাংলাদেশি এই স্পিন্টারের সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন চীনের বিংটেইন সু। এশিয়ার রেকর্ড গড়া স্প্রিন্টার এই চীনা।

 

Link copied!