ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে ভরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। পাঁচবার ট্রফি জিতে তারপরই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি।
সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। যেখানেই নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপের মতো তারকারা।
এদিকে কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখন ফ্রান্সের সাবেক বিশ্বকাপ তারকা, বার্সেলোনা ও আর্সেনালের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার ইমানুয়েল পেতিত ব্যালন ডি’অরজয়ী হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, আগামী মৌসুমে এ শিরোপাটি জিতবেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিল ইয়ামাল।
ইমানুয়েল পেতিত বলেন, ২০২৪ ব্যালন ডি’অর ভিনিসিয়ুস জিতবে। এরপরই পেতিত বলেন, আগামী মৌসুমে এটি লামিল ইয়ামাল জিতবে। তিনি স্পেনের হয়ে ইউরোকাপ জিতেছেন, প্রতিযোগিতার অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন এবং বার্সেলোনার সঙ্গে গত মৌসুম শুরু করার পর থেকে তিনি ক্রমাগত উন্নতি করে যাচ্ছেন।
প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র বিগত মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি গোল।