• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

সাকিব ভাই হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিত: নিহাদুজ্জামান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০১:১৯ এএম
সাকিব ভাই হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিত: নিহাদুজ্জামান

খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে পাঁচ রান ডিফেন্ড করতে হতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। শেষ ওভারে বল হাতে নিয়ে প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলে ছক্কা হজম করেছেন স্পিনার নিহাদুজ্জাম্মান। আর এতেই তার কাছে কাছে বড় খেলোয়াড়ের সঙ্গে ছোট খেলোয়াড়ের পার্থক্য পরিস্কার হয়েছে।

এমনকি নিহাদুজ্জামানের মতে, তার জায়গায় সাকিব আল হাসান থাকলেও ম্যাচটি চট্টগ্রাম জিততেও পারতো। তিনি আরও মনে করেন, আজ হিরো সুযোগ হাতছাড়া করেছেন।

নিহাদুজ্জামান বলেন, “হিরো হওয়ার সুযোগ ছিল। সবার জীবনে  প্রত্যেকদিন এই সুযোগ আসে না। এইখানে বড় খেলোয়াড় আর ছোট খেলোয়াড়ের পার্থক্য। সাকিব ভাই হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিত। সে কারণেই সাকিব ভাই বিশ্বসেরা। তবে চেষ্টা করব পরের বার যখন সুযোগ পাব, তখন কাজে লাগানোর, হিরো হওয়ার।”

খুলনার বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটারদের দায় দিয়েছেন নাহিদুজ্জামান। তার মতে, যেভাবে শুরু হয়েছিল তাতে অন্তত ১৭০-১৮০ করা করা উচিত ছিল। এই ঘাটতিই তাদের ম্যাচ হারিয়ে বলে মনে করেন তিনি।

“আজকে যে শুরুটা হয়েছে আমাদের, সেখান থেকে ১৭০-১৮০ খুব সম্ভব ছিল। বেশিরভাগ ম্যাচে আমরা শুরুটা ভালো করছি। ফিনিশিংও মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু মাঝের ওভারগুলোতে মিডল অর্ডার ব্যাটাররা সেটা ধরে রাখতে পারছে না। এজন্যে আমাদের প্রতি ম্যাচেই ১০-১৫টা রান কম হচ্ছে” যোগ করেন চট্টগ্রামের এই স্পিনার।

Link copied!