• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

পিসিবি-বিসিসিআই দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তান যাচ্ছেন আইসিসির কর্মকর্তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৬:৫৪ পিএম
পিসিবি-বিসিসিআই দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তান যাচ্ছেন আইসিসির কর্মকর্তারা
ছবি: প্রতীকী

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দ্বন্দ্বের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি তদারকি করতে আইসিসির প্রতিনিধিরা আবারও আয়োজক দেশ পাকিস্তান সফর করবেন বলে জানা গেল।

পাকিস্তান দীর্ঘ সময় পর মর্যাদাপূর্ণ আইসিসি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। এর জন্য, তারা  সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য তাদের তিনটি স্টেডিয়াম সংস্কার করছে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক চলছেই। কারণ, ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন ইভেন্টের জন্য পাকিস্তানে যেতে অস্বীকার করেছে।

সর্বশেষ রিপোর্ট হল, পিসিবি বিসিসিআইয়ের ওপর অসন্তুষ্ট। কারণ, ভারত একটি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টের আয়োজন চায়। অন্যদিকে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি চায়, টুর্নামেন্টটির সব ম্যাচই পাকিস্তানে অনুষ্ঠিত হোক।

আইসিসি প্রতিনিধিদলটির সফর আগামী সপ্তাহেই হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য পিসিবি এবং আইসিসির মধ্যে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক কথাবার্তা হয়নি। এরআগের বার আইসিসির প্রতিনিধিরা পাকিস্তানের প্রস্তুতি দেখতে এসে খুশি হয়েছিলেন। আইসিসি কর্মকর্তারা তখন আশা প্রকাশ করে বলেছিলেন, বহু-জাতিক এই  ইভেন্ট শুরু হওয়ার আগেই ভেন্যুগুলো প্রস্তুত হয়ে যাবে।

এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে দুই-এক দিনের মধ্যেই বিসিসিআই কর্মকর্তাদের সাথেও আলোচনা করবে। জানা গেছে, শীর্ষ ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি ভারতকে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের লিখিত কারণ ব্যাখ্যা দিতে বলেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কারণে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশে বিলম্ব হচ্ছে এবং অংশগ্রহণকারী বাকি দলগুলোও বিরক্ত হয়ে পড়েছে। কারণ, তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় প্রয়োজন। যতক্ষণ না দ্বন্দ্ব শেষ হচ্ছে, আইসিসি পিসিবিকে ভারত বিরোধী বক্তব্য না দিতে অনুরোধ করেছে।

Link copied!