আইসিরি ডিসেম্বরের মাসসেরা নারী খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। গত মাসে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৩টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ওয়ানডে ম্যাচ খেলেন। অ্যানাবেলের দুরন্ত পারফরম্যান্স অজিদের এই ৫টি ওয়ানডে ম্যাচে অপরাজিত থাকতে সাহায্য করে।
এই অলরাউন্ডার ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিনি গত মাসে ওয়ানডে ক্রিকেটে মোট ৫টি ম্যাচে ২৬৯ রান করেন, গড় ৬৭.২৫। এছাড়াও বল হাতেও অসাধারণ পারফরম্যান্স ছিল এই ২৩ বছর বয়সী নারী ক্রিকেটারের। ৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৯টি।
অ্যানাবেলের সঙ্গে ডিসেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ছিলেন ভারতের স্মৃতি মন্ধনা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৯ বলে ১০৫ করেছিলেন স্মৃতি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা ৩টি হাফ সেঞ্চুরি করেন স্মৃতি। এই সমকালে তিনি মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। যেখানে মোট ২৭০ রান সংগ্রহ করেন, গড় ৪৫.০০। এছাড়াও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৩ রান করেন স্মৃতি, গড় ৬৪.৩৩।
অন্যদিকে পিছিয়ে ছিলেন না দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা। গত মাসে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তার বোলিং নজর কেড়েছিল সকলের। ম্লাবা দক্ষিণ আফ্রিকার প্রথম নারী ক্রিকেটার যিনি এক টেস্টে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এছাড়াও ৩টি ওয়ানডে ম্যাচও খেলেন তিনি। যেখানে ২০ রান এবং ২ উইকেট নিয়েছেন ম্লাবা। তবে সবাইকে পিছনে ফেলে দেন সাদারল্যান্ড।
পুরুষদের বিভাগে এই শিরোপা জিতেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। জসপ্রীত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টেস্টে মাঠে নামেন। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নের সেই তিনটি টেস্টে ১৪.২২ গড়ে সাকুল্যে ২২টি উইকেট নেন তিনি। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন।
ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৩টি টেস্টে মাঠে নেমে কামিন্স ১৭.৬৪ গড়ে মোট ১৭টি উইকেট নেন। সেই সঙ্গে মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে ৪৯ ও ৪১ রান করেন কামিন্স। অন্যদিকে পিছিয়ে ছিলেন না প্যাটারসন ও। ডিসেম্বরে ২টি টেস্টে মাঠে নেমে প্যাটারসন ১৬.৯২ গড়ে মোট ১৩টি উইকেট নিয়েছিলেন।