• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় অংকের আর্থিক ক্ষতির মুখে আইসিসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:১৬ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় অংকের আর্থিক ক্ষতির মুখে আইসিসি
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত

আগামী বছর পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টে অংশ নিবে না বলে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছে। পাকিস্তানের অনেক অনুরোধের পরও তারা নিজেদের সিদ্ধান্তে অটল। 

ভারত বলেছে, তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করতে। হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজন করতে বলেছে ভারত। এখন ভারতকে যদি পাকিস্তানে যেতে বাধ্য করা হয়, তবে তারা হয়তো নামই তুলে নেবে। আবার পাকিস্তান বলেছে, হাইব্রিড মডেলে আয়োজন করতে তারা রাজি নয়।

প্রয়োজনে পাকিস্তান দল টুর্নামেন্টেই খেলবে না। সবমিলে, কঠিন এক জটিলতায় পড়েছে আইসিসি।

পাকিস্তান কিংবা ভারত- কেউ যদি নাম প্রত্যাহার করে নেয়, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। আর সেটা বেশ কয়েক হাজার কোটি টাকা। 

Link copied!