পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে ২০০৩ সাল থেকে। কিন্তু কখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। ২১ বছরের সাধনার পর অবশেষে জয় পেল বাংলাদেশ। শুধু একটি নয়, টানা দুটি টেস্ট ম্যাচে বাংলাদেশ জিতে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে।
পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার ভারতকে হারিয়ে ফের ইতিহাস গড়তে চায় তারা। পাকিস্তানকে হারানোর মন্ত্রেই ভারতকে হারাতে প্রস্তুত হচ্ছেন সাকিব আল হাসানরা।
ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘পাকিস্তানের তুলনায় ভারত অনেক অভিজ্ঞ ও শক্তিশালী দল। তাই যদি ওদের বিরুদ্ধে ভাল খেলতে পারি তা হলে গোটা বিশ্বে সকলে আমাদের দিকে তাকাবে। ভারতে ভাল খেলতে পারলে খুব ভাল লাগবে। আমরা পরিশ্রম করছি। আশা করছি ফল আমাদের পক্ষে যাবে।’
পাকিস্তানে খেলতে গিয়ে যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেই অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চান শরিফুলরা। বাংলাদেশের এই পেসার বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলেছি। সকলের আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগবে। এবার ভারতকেও হারানোর লক্ষ্যে নামব।’
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন শরিফুল। নিয়েছিলেন ৩টি উইকেট। তার মধ্যে বাবর আজমের উইকেট ছিল। পরের টেস্টে অবশ্য চোটের জন্য খেলতে পারেননি তিনি। ভারতের বিরুদ্ধে দলে রয়েছেন শরিফুল। এই দেশে ভাল খেলতে চান তিনি।
ভারতের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু ভারতের। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। তার পরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ।