একমাত্র অধিনায়ক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিতেছেন চারটি শিরোপা। যে সিলেট সবসময় থাকে টেবিলের তলানিতে, সেই দলকে নিয়ে এবার উঠেছে নিজের পঞ্চম ফাইনালে। তাহলে অধিনায়ক মাশরাফি বন মুর্তজার হাতে ম্যাজিক আছে? এই প্রশ্নের উত্তরে মাশরাফি অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন।
তিনি নিজে অবশ্য নিজের বিষয়ে আর কি-ইবা বলবেন। তবে ফাইনালে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস মাশরাফির ম্যাজিক নয় নেতৃত্বগুণ তুলে ধরলেন এবার।
ফাইনালের আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ছিল অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে নিজ দলের বাইরে মাশরাফিকে নিয়ে লম্বা সময় কথা বলতে হলো কুমিল্লা অধিনায়ক ইমরুলকে। সেখানেই মাশরাফির ম্যাজিক নিয়ে কথা বলেন তিনি।
ইমরুল বলেন, “ক্রিকেট আসলে দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের ঐক্য যদি ভালো থাকে, দল যদি ভালো খেলতে থাকে, তাহলে ভালো ফলাফল সম্ভব। অনেকে অনেক বড় মাপের দল করেও কিন্তু ফলাফল আসে না। কারণ দলের মাঝের পরিবেশ ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয়... দলের যে বন্ধন, তা ঠিক থাকে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি।”
তিনি আরও বলেন, “মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন, এই জিনিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। দলের সবাইকে নিয়ে থাকেন, দলের সবার বন্ধনটা ভালো রাখেন। আমরাও চেষ্টা করি আমাদের দলের পরিবেশ ভালো রাখার। এটাই উনার হয়তো ম্যাজিক বলা যায়। উনি সবসময় তাদের তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকেন। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার মূল বিষয়।”
তবে ফাইনালের আগে এসব নিয়ে ভাবতে চান না ইমরুল। মাশরাফির যেমন তার নিজের দলকে নিয়ে পরিকল্পনা আছে তেমনি কুমিল্লাকে নিয়ে তারও পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরুল।
“প্রতিটি দলেই একজন অধিনায়ক থাকেন এবং প্রতিটি দলেরই একটা পরিকল্পনা থাকে যে, আমার দলকে আমি কীভাবে চালাব। মাশরাফি ভাই উনার দলকে খুব ভালোভাবে পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন। আমাদের দলেরও একটা পরিকল্পনা আছে বা সবার ইচ্ছা আছে আমরা কীভাবে ফাইনাল ম্যাচটা খেলব” যোগ করেন ইমরুল কায়েস।
মাশরাফির পর ইমরুল কায়েসই বিপিএলের সফলতম অধিনায়ক। তার অধিনায়কত্বে দুইবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলোয়াড় হিসেবেও ২০১৫ সালে মাশরাফির অধিনায়কত্বেই প্রথম শিরোপা জেতেন ইমরুল।