• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

‘ওকে বুঝতে ভুল করেছিলাম’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৮:০০ পিএম
‘ওকে বুঝতে ভুল করেছিলাম’
ছবি: সংগ্রহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার খুশদিন শাহ’র। তবে চট্টগ্রাম পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি।

রংপুরের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে খেলেছেন মাত্র ২৪ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস। ম্যাচ শেষে কুমিল্লা কোচ সালাউদ্দিন বলছেন, তিনি খুশদিলকে বুঝতে একটু ভুল করে ফেলেছিলেন।

সালাউদ্দিন বলেন, “আসলে ওর (খুশদিল) ওপরে আমি একটু মিসজাজ করেছিলাম, প্রথম দুই ম্যাচে ওকে আমি আগে নামাইনি, কারণ মিরপুরে যখন ব্যাট করে তখন ব্যাটে বলে হয়নি ওর। আমি আসলে আগে ওর খেলা খুব কম দেখেছি। এই কারণে প্রথম দুই ম্যাচে ভুলটা আমার ছিল, কারণ আমি ওকে আগে নামাইনি, তবে চট্টগ্রামে আসার পর অনুশীলনে দেখলাম ও খুব ভালো হিট করতে পারে। তাই টপ অর্ডারে খেলাচ্ছি, ভালো ফলও পাচ্ছি।”

ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথমদিকে একটু ধুঁকছিল কুমিল্লা। তবে সঠিক বোলারের বিপক্ষে আক্রমণে গিয়ে খুশদিল দলকে মোমেন্টাম এনে দিয়েছেন বলে মনে করেন সালাউদ্দিন।

“দেখতে (খুশদিলের ইনিংস) তো অনেক ভালোই লেগেছে, অবশ্যই। আমি মনে করি যে তার ইনিংসের জন্যই আমরা জয়ের অবস্থানে ছিলাম। ও রাইট বোলারকে পেয়েই সুযোগ নিয়েছে, কারণ, লেফট আর্মার যখন এসেছে, সে অই ওভারটাতে সুযোগ নেওয়াতে আমার মনে হয় সুবিধা হয়েছে, আমরা মোমেন্টাম পেয়ে গিয়েছি” যোগ করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বস।  

শেষ কয়েক ম্যাচে কুমিল্লার একাদশে নেই মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন ঝুঁকি নিতে চান না বলে জানান তিনি।

সালাউদ্দিন বলেন, “মুস্তাফিজ আসলে ভালো অবস্থাতেই আছে। তবে আমি তাকে নিয়ে রিস্ক নিচ্ছি না। আমার মনে হয় না সে পুরোপুরি সুস্থ, হয়তো সে ঢাকা থেকে খেলা শুরু করবে।”

Link copied!