• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আমি বল করতে পারি তামিম ভাই বিশ্বাস করবেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১১:১১ এএম
‘আমি বল করতে পারি তামিম ভাই বিশ্বাস করবেন’

আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রোববার (১৪ মে) চেমসফোর্ডে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২৭৪ রানেই আটকে যায় তারা। এ রান তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ড থামে ২৬৯ রানে। বাংলাদেশ জয় পায় ৫ রানে।

ম্যাচের যে কন্ডিশন ছিল তাতে একসময় মনে হয়েছে আইরিশরাই পাচ্ছে জয়ের সুবাস। কিন্তু তামিম ইকবালের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও নাজমুল হোসেন শান্ত‍‍`র বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে। 

স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শান্ত। এই সিরিজেই পেলেন অভিষেক টেস্টের দেখা। ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে সিরিজ সেরাও তিনি। 

তবে আসল কাজটা করেছেন তৃতীয় ম্যাচে, আইরিশইদের ইনিংসের সময়। ম্যাচ যখন বাংলাদেশ থেকে প্রায় হাতছাড়া তখনই ব্রেকথ্রু এনে দেন শান্ত। ৩ ওভারে ১০ রান দিয়ে শান্ত নেন ১টি উইকেট।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‍‍`আমি আমার কাজটা করে গেছি। বোলিং কোচের বল নিয়ে কাজ করেছি। অধিনায়ক আমাকে বল করতে বলেন। সেটাই কাজে দিয়েছে। বোলিংয়ের সময় মিরাজ অনেক সাহায্য করেছে। যদিও আমি পুরোপুরি অলরাউন্ডার হয়ে উঠিনি। তবে এবার তামিম ভাই (তামিম ইকবাল) নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি বল করতে পারি।"

Link copied!