এ কথা ঠিক যে, কিছুদিন আগেও উইকেটকিপার কাম ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসের ব্যাট থেকে রান আসছিলো না। কিন্তু তিনি যখন রানে ফিরলেন এবং এখন নিয়মিত ভালো ব্যাট করছেন, তখনই তাকে দলের বাইরে রাখা হলো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ ম্যাচে শতরান করেছেন লিটন দাস। রোববার ঢাকার হয়ে রাজশাহীর বিরুদ্ধে মাত্র ৫৫ বলে ২২৭.২৭ স্ট্রাইকরেটে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২৫ রান করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন। কেন নেওয়া হয়নি তাকে? নিজেই কারণ জানিয়েছেন লিটন।
বাংলাদেশের ব্যাটার জানিয়ে দিয়েছেন, ভাল খেলতে পারছিলেন না বলেই বাদ পড়েছেন তিনি। লিটন বলেন, ‘আমাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। নির্বাচকরা হয়তো সরাসরি কিছু বলেননি। কিন্তু আমাকে না নেওয়ার কারণ খোঁজা কঠিন নয়। আমি ভাল খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি। এতে লুকনোর কিছু নেই। খুব সহজ একটা বিষয়।’
বাংলাদেশের হয়ে শেষ সাতটি এক দিনের ম্যাচে দু’অঙ্কের রান করতে পারেননি লিটন। ২০২৩ সালের অক্টোবর মাসে শেষ বার ওয়ানডে ক্রিকেটে অর্ধশতরান করেছিলেন তিনি। লিটন নিজেও জানেন, কোথায় খামতি তার।
তিনি বলেন, ‘ভক্তরা আমার পাশে সবসময় রয়েছে। কিন্তু খারাপ খেললে তো সমালোচনা হবেই। তাই সে সব নিয়ে ভাবছি না। আমার খেলার উন্নতি করতে হবে। জানি, রাতারাতি কিছু হবে না। তাই চেষ্টা করেই যেতে হবে। রান করলে আবার সকলে ভালবাসবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ না পাওয়ায় অবশ্যই হতাশ হয়েছেন লিটন। তবে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আবার শূন্য থেকে শুরু করতে চান তিনি। লিটন বলেন, ‘আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। নিজের উন্নতি করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা খেলবে সেই সিদ্ধান্ত আমার হাতে ছিল না। তবে ভাল খেলা আমার হাতে। অতীতের কথা ভাবলে হবে না। আবার শূন্য থেকে শুরু করতে হবে। পরিশ্রম করতে হবে।’
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। লিটন ছাড়া আরও অভিজ্ঞ ক্রিকেটার, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, একাধিক বিশ্বরেকর্ডের মালিক সাকিব আল হাসানও জায়গা পাননি বাংলাদেশের দলে।