• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

শিক্ষার্থীদের সমর্থনে মিরপুরে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৫:১০ পিএম
শিক্ষার্থীদের সমর্থনে মিরপুরে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন
মিরপুরে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এখন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে তাতে সামিল হয়েছেন ক্রীড়া সাংবাদিকরাও।

‘শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই’ এমন স্লোগান সামনে রেখে ‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে মানববন্ধন করেন একশ’র বেশি ক্রীড়া সাংবাদিক। এ সময় সিনিয়র কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন। 

দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক এ টি এম সাইদুজ্জামান বলেন, ‘গত কিছুদিনে, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোনো ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত।’

নিউজজিটোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বলেছেন, ‘এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনো জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এর মধ্যে কিন্তু পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন, ‘দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম, ৩২ শিশু মারা গেছে। সেই শিশুটা তো আমার আপনার শিশুও হতে পারত। আমাদের যে কারও শিশু হতে পারত। আমরা তাহলে কাদের জন্যই দেশটা তৈরি করছি?’ 

Link copied!