• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মরহুম বাবাকে যেভাবে স্মরণ করলেন জাকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:০৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মরহুম বাবাকে যেভাবে স্মরণ করলেন জাকের
জাকের আলি অনিক। ছবি : সংগৃহীত

২০০৯ সালে বাংলাদেশ দল যখন টেস্টে জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে, তখন জাকের আলি অনিকের বয়স ছিল মাত্র এগারো। রাত জেগে বাংলাদেশের সেই জয় টিভির পর্দায় দেখেছিলেন জাকের। দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফের  টেস্ট ম্যাচে জয়লাভ করল জাকেরের বাংলাদেশ। এবারের টেস্ট জয়ের অন্যতম নায়ক জাকের হঠাৎ কিরেই আবেগতাড়িত হয়ে পড়লেন। স্মরণ করলেন মরহুম বাবাকে।

মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে।

পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন মিডল অর্ডার ব্যাটার জাকের। শেষ পর্যন্ত হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও। ৪ ইনিংসে ব্যাট করে জাকের সংগ্রহ করেছেন মোট ১৭৬ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৯১ রানের বড় ইনিংস। যা দলের পক্ষে সর্বোচ্চও। তার ৯১ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় বেশ খুশি জাকের।

তবে এই ঐতিহাসিক জয়ের পর জাকের তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করি নাই, সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিলো না।’

পোস্টে তিনি আরও যোগ করেন, ‘১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাইহোক, এই জয় তোমার জন্য বাবা।’

 

Link copied!