• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

কেমন ছিল বিপিএলের প্রথম দিন?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:৫৪ এএম
কেমন ছিল বিপিএলের প্রথম দিন?

নানা বিতর্ককে সঙ্গী করে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। বিপিএলকে ঘিরে গত কয়েকদিন সাধারণ মানুষের আগ্রহ নেই মনে হলেও খেলা মাঠে গড়ানোর সাথে সাথেই সেই ধারণা পাল্টে যেতে সময় লাগেনি।

প্রথম দিনেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের উইকেট বা বাউন্ডারিতে গ্যালারিতে সমর্থকদের গগনবিদারি চিৎকারে হোম অফ ক্রিকেট ছিল উত্তেজনাময়।

তবে বিতর্ক ছাড়া এবারও শুরু হতে পারেনি এই টুর্নামেন্ট। সূচি অনুযায়ী প্রথম ম্যাচ ২.৩০ মিনিটে হওয়ার কথা থাকলেও দুপুর ১২.৩০ মিনিটে জানানো হয় ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে ৩০ মিনিট। অর্থাৎ আসরের উদ্বোধনী ম্যাচের সূচি বদলানো হলো মাত্র দেড় ঘন্টা আগে।

এরপর ম্যাচ মাঠে গড়ালেও দর্শকদের মন জয় করতে পারেনি। প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই মামুলি লক্ষ্য তাড়া করে জিততে সিলেট স্ট্রাইকার্সের লেগেছে মাত্র ১২.৩ ওভার।

প্রথম ম্যাচ শেষ আর দ্বিতীয় ম্যাচ শুরুর মধ্যখানে চীরকুট ব্যান্ডের ভোকাল সুমির পারফর্মেন্স অবশ্য দর্শকরা উপভোগ করেছেন। দেশের জনপ্রিয় এই শিল্পির গানের তালে গলা মিলিয়েছেন গ্যালারিতে থাকা প্রায় অধিকাংশ দর্শক।

সুমির গানেই যেন বিপিএলের ‘এন্টারটেইনমেন্ট’ শুরু হয়েছিল। কারণ এর মিনিট বিশেক পর রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার ব্যাট হাতে নেমে দর্শকদের প্রথম ম্যাচে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন।

মাত্র ১৯ বলে ফিফটি হাঁকানোর রনির প্রত্যেকটা চার আর ছক্কায় জেগে উঠেছে মিরপুরের গ্যালারি। তাদের চিৎকার বলে দিচ্ছিল, তারা ঠিক এইরকম ইনিংস দেখতেই টাকা দিয়ে টিকিট কিনে মাঠে এসেছেন।

তবে দর্শকদের হতাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস। সময়ের সেরা এই ব্যাটার আজ ফিরেছেন মাত্র ১২ রান। তার অনুজ্জ্বল দিনে দলও জিততে পারেনি। শিরোপা ধরে রাখার মিশনে রংপুরের কাছে হেরেছে ৩৪ রানের ব্যবধানে।

Link copied!