বল পায়ে যা করেছে তাতে পেলের অন্য গুনের কথা আলোচনাতেই আসতে পারে না। আসবেই বা কিভাবে! যার পায়ের যাদুতে থমকে গেছে বিশ্ব, যাকে দেখতে থেমে গেছে নাইজেরিয়ার গৃহযুদ্ধ, যে পায় দিয়ে করেছেন হাজারের উপরে গোল।
তবে শুধু পা নয় হাত দিয়েও ফুটবল ম্যাচ খেলে আলোচনায় উঠে এসেছিলেন পেলে। অদ্ভুত লাগছে? বিষ্ময়ের কিছু নেই। পেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে অন্তত চার ম্যাচে গোলরক্ষক হিসেবে খেলেছেন।
পুরোদস্তর স্ট্রাইকারের চারটি পেশাদার ম্যাচে গোলরক্ষক হিসেবে খেলা চাট্টিখানি কথা নয়। তার চেয়ে বড় ও আকর্ষনীয় বিষয়, পেলে গোলপোস্টে থাকা অবস্থায় ওই চার ম্যাচে কোনো গোল হজম করেনি ব্রাজিল।
শুধু তাই নয়, পেলে ব্রাজিল ও সান্তোস দলে বিকল্প গোলরক্ষক হিসেবেই বিবেচিত হতেন। প্রথম গোলরক্ষক চোট পেলেই গোলপোস্টের দায়িত্ব পড়তো পেলের কাঁধে।