• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে চ্যানেলে দেখবেন বাংলাদেশ-আফগান টেস্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৪:৩৭ পিএম
যে চ্যানেলে দেখবেন বাংলাদেশ-আফগান টেস্ট

আর মাত্র একদিন পরেই মিরপুর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। খেলার সময়সূচি ও টিকিটের মূল্য আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার কোন চ্যানেলে মিরপুর টেস্ট ম্যাচ দেখাবে সেটাও জানালো বিসিবি।

বুধবার (১৪ জুন) একমাত্র টেস্টের পর আগামী মাসে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই দেখাবে টি-স্পোর্টস ও জিটিভি। এছাড়া ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে বাংলাদেশের খেলা। বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন র‍্যাবিটহোল ও টফিতে। আর ভারতে অবস্থান করা দর্শকদের দেখতে হবে ফানকোডের মাধ্যমে। এছাড়া আফগান দর্শকেরা দেখবেন আরটিএ স্পোর্টসে।

আফগানিস্তান ও ভারত ছাড়া অন্য দেশের থাকা সমর্থকদের র‍্যাবিটহোল ইউটিউবের মাধ্যমে খেলা দেখতে হবে।

একমাত্র টেস্টের পর জুলাই মাসে দ্বিতীয় পর্বে শুরু হবে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৮, ১১ জুলাইয়ে ম্যাচগুলো বেলা ২টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Link copied!