• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেভাবে মেসির আর্জেন্টিনার খেলা দেখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:০১ পিএম
যেভাবে মেসির আর্জেন্টিনার খেলা দেখবেন

ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়েছে। এর মধ্যেই আর্ন্তজাতিক ম্যাচ খেলতে ব্যস্ত দলগুলো। তারই অংশ হিসেবে এশিয়া সফরে বর্তমানে চীনে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ সফরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে লাতিন আমেরিকার দেশটি। মেসিদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এতে ৬ বার জিতেছে আলবিসেলেস্তরা। একটি ম্যাচ ড্র হয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ সর্বশেষ মুখোমুখি হয়েছিল দল দুইটি। সেই ম্যাচে দুর্দান্ত খেলে আর্জেন্টিনা দল। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল স্কালোনির দল।

যেভাবে আর্জেন্টিনার খেলা দেখা যাবে

বাংলাদেশি ভক্তদের মধ্যে মেসির আর্জেন্টিনার খেলা নিয়ে তুমুল আগ্রহ। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি কোনো চ্যানেলে সরাসরি দেখার কোনো সুযোগ নেই। তবে দেখার বিকল্প উপায় হচ্ছে অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল ‍‍`10‍‍` ও সরাসরি লাইভ স্ট্রিমিং ‍‍`প্যারামাউন্ট প্লাস‍‍` ও ‍‍`10 প্লে‍‍`তে দেখা যাবে। বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি দেখা যাবে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ । সরাসরি লাইভ স্কোর দেখা যাবে ফোটমোবে (Fotmobe)।

Link copied!