• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখা যাবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:২০ পিএম
চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখা যাবে যেভাবে

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। এই খেলার সম্প্রচার কীভাবে হবে তার বিস্তারিত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। পাকিস্তান ও দুবাইয়ে ১৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট ভারত থেকেই সম্প্রচার হবে ৯টি ভাষায়। এর মধ্যে আছে ইংরেজি, হিন্দি, বাংলা, হারিয়ানাভি, ভোজপুরি, মারাঠি, তামিল তেলেগু এবং কন্নর।

বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। বিশ্বব্যাপী ভক্তরা সম্প্রচার ও অডিও মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। আইসিসি.টিভির মাধ্যমে অডিও স্ট্রিমিংসহ আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে বল-বাই-বল ধারাভাষ্য। বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া টফি অ্যাপেও দেখা যাবে খেলা।

ভারতে ‘জিও স্টার’ খেলার সম্প্রচারের দায়িত্বে আছে। ভালোভাবে দেখানোর জন্য থাকছে মাল্টি-ক্যামেরা ফিড। ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস, স্পোর্টস১৮ চ্যানেলে বিভিন্ন ভাষায় উপভোগ করা যাবে খেলা। বোধগম্যতার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ও অডিও বর্ণনামূলক ভারাভাষ্যও দেওয়া হবে। এর ফলে মোবাইল থেকে দেখা সহজ হবে।

পাকিস্তানে দর্শকরা পিটিভি ও টেন স্পোর্টসে খেলা দেখতে পারবেন। এছাড়া মাইকো এবং তামাশা অ্যাপে দেখা যাবে খেলা। সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে ক্রিকলাইফ ম্যাক্স এবং ক্রিকলাইফ ম্যাক্স২ থেকে খেলা দেখা যাবে। স্টারজপ্লেতেও দেখা যাবে খেলা।

এ ছাড়া যুক্তরাজ্যের স্কাই স্পোর্টস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার উইলোটিভি, ক্যারিবিয়ান অঞ্চলে ইএসপিএন ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ার প্রাইম ভিডিও এবং নিউজিল্যান্ডের স্কাই স্পোর্ট সম্প্রচারের ব্যবস্থা করবে। দক্ষিণ আফ্রিকা এবং সাব-সাহারান আফ্রিকায় সুপারস্পোর্ট এই দায়িত্বে থাকবে। আফগানিস্তান থেকে এটিএন-এ এবং শ্রীলংকায় মহারাজা টিভি এবং সিরাসার মাধ্যমে দেখা যাবে খেলা।

এফএম রেডিওর মাধ্যমেও থাকছে খেলা দেখার সুযোগ। ভারতে ‘অল ইন্ডিয়া রেডিও’ এবং পাকিস্তানে খেলা উপভোগ করা যাবে ‘এইচইউএম ১০৬.২ এফএম’-এ। বাংলাদেশে খেলার ধারাভাষ্য দেবে রেডিও স্বাধীন ৯২.৪।

Link copied!