ভারতের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মাধ্যমে শেষ হল এবারের এশিয়া কাপ। ফাইনালে মোহাম্মদ সিরাজ ম্যাজিকে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০ উইকেটে। এরফলে অষ্টম বারের মতো শিরোপা জিতল টিম ইন্ডিয়া। রোববারের (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে জিতে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন ভারত। একইদিনে প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ বাকি দলগুলোও।
এশিয়া কাপের ফাইনালে দুই দলের জন্য নির্ধারিত প্রাইজমানি ছিল ২ কোটি ৪৬ লাখ টাকার বেশি (২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি (১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) এবং রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ৮২ লাখ টাকারও বেশি (৭৫ হাজার মার্কিন ডলার)।
এবারের এশিয়া কাপে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ষষ্ঠ স্থানে থাকা দলটি ছাড়া বাকি পাঁচ দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজমানি। তাই ষষ্ঠ দল হওয়াতে নেপাল পাননি কোন প্রাইজমানি। এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ (তৃতীয় স্থান) পেয়েছে ৬৮ লাখ টাকার বেশি (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)। এরপরে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকারও বেশি। পঞ্চম স্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে।