পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড। এটা এতক্ষণে পুরোনো খবর! তবে শিরোপা জিতে যে ওই সিলভার রঙের ট্রফি নয় বড় অঙ্কের অর্থও পেয়েছে ইংলিশরা এটা নিশ্চয়ই জানেন।
শুধু চ্যাম্পিয়ন ইংল্যান্ড নয়, রানার্সআপ থেকে শুরু করে আসরে অংশ নেওয়া ১৬দলের প্রত্যেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে।
চ্যাম্পিয়ন হওয়াতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইংল্যান্ড। তাদের কোষাগারে ঢুকেছে ১.৬ মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি টাকারও বেশি।রানার্স আপ পাকিস্তান পেয়েছে বাংলাদেশী টাকায় আট কোটি টাকার বেশি।
সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ভারত ও নিউজিল্যান্ড পেয়েছে সমান ৪ কোটি ৫ লাখ ৫৬ হাজার টাকা। এছাড়া যেসব দল সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে তারা পেয়েছে ৭০ হাজার ডলার বা ৭০ লক্ষ টাকা।
এছাড়া সুপার টুয়েলভে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল পেয়েছে ৪০ হাজার ডলার। সেক্ষেত্রে বাংলাদেশ এবার সুপার টুয়েলভ পর্বে দুইটি জয় পেয়েছে। অর্থাৎ এবারের বিশ্বকাপে টাইগারদের কোষাগারে জমা হয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।
যেসব দল প্রাথমিক পর্ব থেকে বাদ পড়েছে তারাও খালি হাতে ফেরেনি। সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো প্রথম রাউন্ড থেকে বাদ দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার। এখানেও প্রতি জয়ের জন্য বরাদ্দ ছিল আরও ৪০ হাজার ডলার।