প্রথম দল হিসাবে চার বার ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় এখন স্পেন। পাঁচে চার। গত পাঁচ ইউরোর মধ্যে চার বার চ্যাম্পিয়ন হয় তারা। টানা সাত ম্যাচ জিতে আরও একবার ইউরো কাপ জিতল স্পেন।
রোববার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ গোলে হারালেন মোরাতারা।
ইউরো চ্যাম্পিয়ন হয়ে স্পেন ২৮.২৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৩ কোটি টাকা) পুরস্কারমূল্য পেয়েছে।
এদিকে, ইংল্যান্ড রানার্স আপ হওয়ার জন্য ২৪.২৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি টাকা) জিতেছে।