ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক খেলায় আর্লিং হালান্ড জোড়া গোলে করেন। তাতে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলের বড় ব্যবধানে ওয়েস্টহাম ইউনাইটেডকে পরাজিত করেছে। বছরের শুরুটা দারুণই করেছে ম্যানসিটি। মৌসুমের বাকি অর্ধেকটা ভালো করার ইঙ্গিত দিয়েছে পেপ গার্দিওলার দল।
নিজেদের মাঠ ইতিহাদে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের ফলে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইলো ম্যানসিটি। যেখানে ৪৫ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। ওয়েস্টহাম ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে।
অক্টোবরের পর এই প্রথম টানা দুই জয় পেল গার্দিওলার শিষ্যর। আগের লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করে সিটিজেনরা।
শনিবার রাতের ম্যাচে নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড দুটি গোল করেন। একটি করেন ফোডেন। আরেকটি গোল হয় আত্মঘাতি থেকে। ম্যাচের শেষ দিকে ওয়েস্টহামের নিকলাম একটি গোল পরিশোধ করেন।