হালান্ডের ফের হ্যাটট্রিক, সহজ জয় ম্যানসিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১০:৪৫ এএম
হালান্ডের ফের হ্যাটট্রিক, সহজ জয় ম্যানসিটির
হালান্ডের হ্যাটট্রিক উদযাপন। ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ড আর গোল যেন এক সুতোয় গাঁথা। যেখানেই ম্যানচেস্টার সিটির ম্যাচ সেখানেই গোল হালান্ডের। চলতি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জিততে ম্যানসিটি। প্রতি ম্যাচেই গোল করেছেন হালান্ড। তাও আবার তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক। গত ম্যাচে ইম্পসুইচের বিপক্ষে হ্যাটট্রিক করার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে ওয়েস্টহামের সঙ্গে ‍‍`গোলমেশিন‍‍` হালান্ড করলেন হ্যাটট্রিক। আর গার্দিওলার দল সহজেই জিতলো ৩-১ গোলে। যদিও ম্যাচে প্রথম গোলের সহজ সুযোগ নষ্ট করেন হালান্ড। এরপর আর থেমে থাকেননি তিনি। একে একে তিন গোল করে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন এই নরওয়ের তারকা স্ট্রাইকার। ওয়েস্টহামের একমাত্র গোলটি হয় আত্মঘাতি থেকে। হালান্ড মোট ৭ গোল করলেন তিন ম্যাচে।

Link copied!