২৪ বছর বয়সী হালান্ডের ২৫তম হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৯:১৬ এএম
২৪ বছর বয়সী হালান্ডের ২৫তম হ্যাটট্রিক
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগ ফুটবলে এ-৩ গ্রুপের এক ম্যাচে নরওয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করে ‍‍‘ই‍‍’ লিগে উঠেছে। 

রোববার রাতের এ ম্যাচে বিজয়ী দলের প্রথম তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড। এটা ২৪ বছর বয়সী গোলমেশিন বলে পরিচিত হালান্ডের ২৫তম হ্যাটট্রিক। 

এটা ছিল জাতীয় দলের হয়ে তার চতুর্থ হ্যাটট্রিক। বাকি ২১টি হ্যাটট্রিক তিনি করেন ক্লাব দলের হয়ে। এর মধ্যে ১১টি হ্যাটট্রিক করেছেন তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে।  

হালান্ড এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৩৮টি গোল করেছেন। অবশ্য তিনি জাতীয় দলের সর্বাধিক গোলের রেকর্ড ভাঙেন গত মাসেই।

Link copied!