৮০০ মিটার দৌড় নিয়েই যার স্বপ্ন, অহংকার, গৌরব, তিনি কিলি হজকিনসন। এই ইভেন্টে নারীদের বিশ্ব রেকর্ড ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। যেই বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছিল চার দশকেরও বেশি সময় আগে।
২২ বছর বয়সী হজকিনসন সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিক গেমসে ৮০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন। তার লক্ষ্য এখন সবচেয়ে পুরানো ট্র্যাক বিশ্ব রেকর্ডগুলোর একটি ভঙ্গ করা৷
চেক অ্যাথলেট জার্মিলা ক্রাটোচভিলোভা ১৯৮৩ সালের জুলাই মাসে মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামে এক আসরে ওই ইভেন্টে এক মিনিট ৫৩.২৮ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
এবার প্যারিসে হজকিনসনের জয় আসে এক মিনিট ৫৬.৭২ সেকেন্ডে। কিন্তু গত জুলাই মাসে লন্ডনে এক প্রতিযোগিতায় ওই ইভেন্টে শিরোপা জিততে তিনি সময় নিয়েছিলেন এক মিনিট ৫৪.৬১ সেকেন্ড। তিনি জানান, লন্ডনের ইভেন্টের পর থেকেই তার আত্মবিশ্বাস বেড়েছে।
ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হজকিনসন বলেন, ‘আমি লন্ডনে রেস করার পর থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার আশায় রয়েছি। রেকর্ডটি বহুদিন ধরেই অক্ষত রয়েছে। আমি এখন বিশ্বাস করি, রেকর্ড ভেঙে ফেলতে পারবো।’
প্যারিস অলিম্পিকের আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০২২ এবং ২০২৪ সালে ৮০০ মিটার দৌড়ে সোনার পদক জেতেন হজকিনসন। ২০২১ ও ২০২৩ সালের ইউরোপিয়ান ইনডোরেও তিনি লাভ করেন সোনার পদক।