• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬
প্যারিস অলিম্পিক

হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৩:৫৩ পিএম
হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব
ইমরানুর রহমান। ছবি : সংগৃহীত

ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া ভেন্যু স্তাদে দ্য ফ্রান্স প্যারিসের অতি নিকটবর্তী সেন্ট ডেনিসে অবস্থিত। সেন্ট ডেনিসে মুলত ফুটবলের ভেন্যু হলেও অলিম্পিকে অ্যাথলেটিক্স ও রাগবি হচ্ছে।

গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার সকালে হিট থাকলেও স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারি পরিপূর্ণ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন। ইমরান হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হন। তার টাইমিং ১০.৭৩ সেকেন্ড। যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি।

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চারজন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরানের হিটে তার টাইমিং ছিল সবচেয়ে ভালো। ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে ইমরান ষষ্ঠ হয়েছেন।

প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভাল হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর।

এক এক করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম ও আরচার সাগর ইসলামের পর এবার ইমরানুর বিদায় নিলেন।

ইমরানুরের সঙ্গে ৬ নম্বর হিটে প্রতিপক্ষ ছিলেন পানামা, মাল্টা, সিশেলস, গাবন, ফিজি, সুরিনাম ও ব্রুনাই দারুসসালামের অ্যাথলেট।

 

 

Link copied!