মিডিয়াজুড়ে এখন বাংলাদেশের সাকিব আল হাসানের নাম, তার খবর। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সাকিব ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। মামলার কারণে তার দেশে আসা নিয়ে সংশয় থাকলেও তা কেটে গেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঐ টেস্ট ম্যাচশেষে সাদা পোশাক আর লাল বলকে বিদায় বলবেন। এবার আরও একটি সুখবর এলো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের জন্য। আবু ধাবির টেন ক্রিকেটে তিনি খেলবেন বাংলা টাইগার্স দলের হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার তাদের সঙ্গে চুক্তির কথা প্রকাশ করেছ দলটি। সেখানে সাকিব থাকবেন আইকন খেলোয়াড়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ঘরোয়া আসরে ঐ ফরম্যাটে খেলে যাবেন তিনি। সাকিব গত আসরেও দলটির সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু বিশেষ কারণে তিনি খেলতে পারেননি।