দীর্ঘ দুই বছর দলের বাহিরে ছিলেন শিমরন হেটমায়ার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে তাকে। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওশানে থমাস।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়েছে, নিকোলাস পুরান এবং জেসন হোল্ডারকে এই ওয়ানডে সিরিজে পাওযা যাচ্ছে না। কারণ, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে ওয়ানডে দল থেকে।
ভারতের বিপক্ষে ব্যাট হাতে সবসময় উজ্জ্বল শিমরন হেটমায়ার। দলটির বিপক্ষে এই পর্যন্ত ১১ ইনিংস খেলে তিনি ২ সেঞ্চুরিতে ৪৫.৪৫ গড়ে ৫০০ রান করেছেন।
এ দিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার ওশানে টমাস। ২০২১ সালের ডিসেম্বরে তিনি শেষবার ওয়ানডে খেলেছিলেন। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার জেডেন সিলস, লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়ানিক ক্যারাইয়াহ ও বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত একটি অফিসিয়াল বিবৃতিতে প্রধান নির্বাচক হেইনস বলেছেন, ‘আমরা ওশানে এবং শিমরনকে গ্রুপে স্বাগত জানাই। দু`জনেই আগেও আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে সাফল্যের সঙ্গেই এবং আমরা বিশ্বাস করি যে, ওরা এই সেটআপে ভালোভাবে ফিট হবে। ওশানে তার পেস কাজে লাগবে এবং নতুন বলে ও সম্ভাব্য উইকেট শিকারী। শিমরনের ব্যাটিংশৈলী অনেক কিছু দেবে আমাদের, বিশেষ করে ইনিংসের মাঝামাঝি পর্যায়ে এবং ও একজন সম্ভাব্য ফিনিশারও।’
নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানের জায়গায় উইকেটরক্ষক ব্যাটার শাই হোপকে আবারও তিন ম্যাচের জন্য অধিনায়ক মনোনীত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেতমায়ের, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, জেডন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস।