• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে নিজের প্রথম গোল উদযাপণে ‘অনীহা’ তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ১০:৫২ পিএম
বিশ্বকাপে নিজের প্রথম গোল উদযাপণে ‘অনীহা’ তার

বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন ব্রিল এমবোলো। সুইজারল্যান্ডের জার্সিতে ক্যামেরুনের বিপক্ষে গোলের পর উদযাপণে ছিল অনীহা। এমনকি, গোলের পর উদযাপণটাও করেননি তিনি। কীভাবে করবেন! গোলটা যে করেছেন নিজ মাতৃভূমির বিপক্ষে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এই এমবোলা কাতারের আল জয়নব স্টেডিয়ামে গোল করেছেন ক্যামেরুনের বিপক্ষে। যেই দেশের বিপক্ষে বিশ্বমঞ্চে গোল করেছেন সেখানেই জন্ম এই সুইস ফুটবলারের। নিজ মাতৃভূমির বিপক্ষে গোল করে তাই উদযাপণে ছিল অনীহা। শেষ পর্যন্ত উদযাপণও করেননি। অথচ, বিশ্বকাপে এটাই ছিল তার প্রথম গোল।

ম্যাচের ৪৮তম মিনিটে জেরদান শাকিরির পাস থেকে পাওয়া বল থেকেই ক্যামেরুনের জালে বল জড়ান এমবোলো। এরপরে সতীর্থ গোল উদযাপণে ছুটে এলেও হাত তুলে অনীহা প্রকাশ করেন।

ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন এমবোলো। পাঁচ বছর বয়সে বাবা মায়ের সাথে ফ্রান্সে পাড়ি জমান। সেখান থেকে যান সুইজারল্যান্ডে। ২০১৪ সালের দেশটির নাগরিকত্ব পান, এরপর থেকেই সুইসদের হয়ে খেলছেন। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সুইসদের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

সুইজারল্যান্ডের জার্সিতে খেলায় দেশটির হয়ে ভালো খেলতে মরিয়া হয়ে আছেন তিনি। সুইসদের পাশাপাশি ক্যামেরুনকে সমর্থন করছেন এমবোলো। তবে এই সমর্থনটা বিশেষ শর্ত সাপেক্ষে। তিনি বলেন, “সুইজারল্যান্ডের বাইরে আমি অবশ্যই ক্যামেরুনকে সমর্থন করব। তবে সেটি প্রথম ম্যাচের পর থেকে অবশ্যই।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!