ট্রাভিস হেড অস্ট্রেলিয়া দলের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার। সব ফরম্যাটেই পারদর্শী তিনি। বার বার ভারতকে হারিয়েছে তার ব্যাট। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করেছেন। সেই বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারিয়েছে হেডের শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও আবার ভারতের বিরুদ্ধে ভাল খেলেছেন তিনি।
বোর্ডার-গাভাস্কার সিরিজেও অস্ট্রেলিয়ার জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তার। সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। এবার ভারতের বিরুদ্ধে সাফল্যের মন্ত্র ফাঁস করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
হেড জানিয়েছেন, আগে প্রতি দিন অল্প হলেও মদ্যপানের অভ্যাস ছিল তার। সেই অভ্যাস বদলেছেন তিনি। হেড বলেন, ‘তিন মাস মদ ছুঁইনি। নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম। পুরো মনঃসংযোগ ক্রিকেটের উপর দিয়েছি। খেলা ছাড়া আর কিছু ভাবিনি। তারই ফল পেয়েছি। অনেক বেশি ফুরফুরে থেকেছি। ফিটনেসও বেড়েছে। খেলা উপভোগ করেছি।’
ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। তবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে তারা। সেই সিরিজের আগে আবার পুরনো মেজাজে ফিরতে পারেন হেড। তিনি বলেন, ‘জানি না কী করব। শ্রীলঙ্কা যাওয়ার আগে ১২ দিন ছুটি পাব। আবার একটু মদ্যপান করব। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের পর ক্লান্ত হয়ে পড়েছি। সেই ক্লান্তিও দূর করতে হবে। আবার খেলায় ফেরার আগে তাই একটু মজা করব।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৯টি ইনিংসে মোট ৪৪৮ রান করেছেন হেড। ৫৬ গড় ও ৯২.৫৬ স্ট্রাইকরেটে রান করেছেন তিনি। দু’টি শতরান ও একটি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, কতটা দাপট দেখিয়ে ব্যাট করেছেন তিনি।