গতমাসেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো। তারপর থেকে সাকিব-তামিমের নেই কোনো হেড কোচ। তবে তখনই আগামী ইংল্যান্ড সিরিজের আগে কোচ নিয়োগের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কয়েকদিন আগে দেশের একটি শীর্ষ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদের চান্ডিকা হাথুরাসিংহের আসার ব্যাপার প্রায় নিশ্চিত। যদিও এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানায়নি।
এদিকে হাথুরুর আসা না আসার ব্যপারে কথা বলেছেন বোর্ডের অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হেড কোচ হিসেবে কাজ করছেন সুজন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) খুলনার দলীয় অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সুজন। সেখানে খুলনা দলের পাশাপাশি জাতীয় দলের হেড কোচের বিষয়েও কথা বলেন তিনি।
হাথুরুর আসার বিষয়ে সুজন বলেন, “হাথুরুর ব্যাপারটা আমি সিউর বলতে পারছি না, আসতেও পারে নাও পারে। তবে হাথুরু এলে ভালো। ও এখানে কাজ করে গেছে, ওর সময়ে বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে।”
সুজনও আরও বলেন, “ও (হাথুরু) আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।"