শুরুতে কয়েকজন ক্রিকেটার ব্যাটিং করেন ইনডোরে। সেখানে বিশেষ পন্থায় অনুশীলন করিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ইংলিশ পেসারদের উচ্চতা অনুযায়ী বোলিং ম্যাশিন সেট করে সেখান থেকে বল ছোড়া হয়েছে ব্যাটারদের দিকে।
এরপর দুপুর দুইটা থেকে হয়েছে ‘ম্যাচ সিনারিও’ অনুশীলন। যেখানে ১০ ওভার, ৬ ওভার ও ৪ ওভারে নিজের মধ্যে ভাগ হয়ে ৭টি ইনিংস খেলেছেন ক্রিকেটাররা। দুপুর ১২টায় শুরু হওয়া অনুশীলন শেষ হয়েছে রাত আটটায়।
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ব্যাটিং করেছেন একাধিকবার। ম্যাচের পুরো সময় দারুণ সরব ছিলেন হাথুরু ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এই প্রোটিয়া তো বোলিং মার্কের ঠিক সোজা বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে গভীর মনোযোগে দেখেন তার শিষ্যদের বোলিং। মাজেমধ্যে ব্যক্তিগত মোবাইলে ভিডিও ধারণ করে সেটা দেখিয়ে মোস্তাফিজ, তাসকিন ইবাদতের বুঝিয়েছেন কোথায় সমস্যা আর সেটা কিভাবে ঠিক করতে হবে।
অনুশীলন শেষে ক্রিকেটারদের এক জায়গায় জড়ো করে একাধিক দফায় বক্তব্য দিয়েছেন হাথুরু আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। পুরোটা সময় ক্রিকেটার মনোযোগ দিয়েছেন শুনেছেন তাদের কথা।
এরপর যখন বাকি ক্রিকেটারর নিজেদের ব্যাগ গোছানোয় ব্যস্ত, তখন আবার বসেছে আলাদা বৈঠক। যেখানে হাথুরু আর ডোনাল্ডের সামনে বসেছিলেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
ড্রেসিংরুমে চলা এই বৈঠক চলেছে প্রায় মিনিট দশেক। যদিও দূর থেকে বোঝার উপায় নেই বৈঠকে আলোচনা চলছে কি নিয়ে। তবে মোটামুটি ধারণা করা, আসন্ন সিরিজ নিয়েই তাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক।
সারাদিনে হাথুরু বুঝিয়েছেন, তিনি এখনো কড়া ‘হেড মাস্টার।’ টানা অনুশীলনে দম ফেলার সুযোগ পাননি ক্রিকেটাররা। অনুশীলন দেখে বোঝার কোনো উপায় নেই হাথুরুসিংহে এই কদিন ধরে বাংলাদেশের কোচ।